রাজনীতি

জান্নাতারা রুমীর মৃত্যুতে এনসিপির শোক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এনসিপির ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটি চক্র তাকে বুলি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এছাড়া হুমকি দাতাদের ফোন নাম্বার ও প্রয়োজনীয় তথ্য পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো বিজ্ঞপ্তিতে এনিসিপির পক্ষ থেকে দাবি করে বলা হয়, ক্রমাগত আওয়ামী লীগের হুমকি ও মানসিক চাপ তার এই অবস্থার পেছনে ভূমিকা রেখেছে। অবিলম্বে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় দলের পক্ষ থেকে।

 

আজ রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাজারীবাগ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন