বাংলাদেশ, রাজনীতি

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এনসিপি (ন্যাপস কনসালটেন্সি পোর্টাল)-এর নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপি’র প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, এবং এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দার।

 

আলোচনার মূল বিষয় ছিল জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সংকট। বিশেষ করে, জাপানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত কথা হয়। এনসিপি নেতারা যুক্তি দেন যে, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, এবং সুযোগ-সুবিধা অনেক বাড়বে।

 

এছাড়াও, জাপানে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দ্রুত এবং সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা আরও সহজ করতে কাজ চলছে।

 

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উপায় এবং জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি নিয়েও আলোচনা হয়। একই সাথে, বাংলাদেশ থেকে কীভাবে আরও বেশি শিক্ষার্থী এবং দক্ষ কর্মী জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন