বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত জাপানের রাজধানী টোকিওতে এক নজিরবিহীন ও বিরল ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যস্ততম সড়কের মাঝখানে মরিচ স্প্রে (পিপার স্প্রে) ব্যবহার করে একদল দুর্বৃত্ত নগদ অর্থ ভর্তি স্যুটকেস ছিনিয়ে নিয়েছে। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্যানুযায়ী, লুট করা অর্থের পরিমাণ ২৭ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টোকিওর উএনো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। টোকিও মেট্রোপলিটন পুলিশ বার্তা সংস্থা এএফপিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তিনজনের একটি ডাকাত দল অতর্কিত হামলা চালায় এবং ভুক্তভোগীদের চোখে-মুখে মরিচ স্প্রে করে টাকার স্যুটকেসটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করতে রাজি হয়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী পাঁচজন ব্যক্তি একটি গাড়িতে টাকার স্যুটকেসটি তোলার চেষ্টা করছিলেন। ভুক্তভোগীদের দলে জাপানি ও চীনা উভয় দেশের নাগরিক ছিলেন। কেন বা কী উদ্দেশ্যে তারা এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করছিলেন, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
তবে ফুজি টেলিভিশনের এক প্রতিবেদনে তদন্তকারীদের বরাত দিয়ে বলা হয়েছে, ভুক্তভোগীরা দাবি করেছেন এই অর্থগুলো বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র বা মানি এক্সচেঞ্জগুলোতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে হানেদা বিমানবন্দরের পার্কিং গ্যারেজে প্রায় একই কায়দায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানেও তিনজনের একটি দল মরিচ স্প্রে ব্যবহার করে এক ব্যক্তির ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা ১৯ কোটি ইয়েন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই ধরনের অস্ত্র (মরিচ স্প্রে) ব্যবহার করে এবং তিন সদস্যের দল দ্বারা সংঘটিত এই দুটি ডাকাতির ঘটনার মধ্যে কোনো পারস্পরিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জাপানের পুলিশ।
তথ্যসূত্র: বার্নামা
ডিবিসি/এএমটি