জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি নতুন আবাসিক হল ও অন্যান্য স্থাপনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র চেয়ে প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১লা ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের প্রকল্প অফিসের ফটকে তালা দিয়ে অবস্থান নেন জাকসু ও ছয়টি হল সংসদের নেতারা।
শিক্ষার্থীদের অভিযোগ, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত আবাসিক হল ও অন্যান্য স্থাপনায় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অর্থ আত্মসাৎ এর অভিযোগ ছিল। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র না পাওয়া পর্যন্ত অফিসের তালা খোলা হবে না।
ডিবিসি/কেএলডি