বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

জাবি ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ, ২৮ বাস আটক

জাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) রাতে সাভারের থানা স্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রাখে।

আহত ছাত্রীর নাম হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে সাভারের থানা স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

ভুক্তভোগী শিক্ষার্থী তার এক ফেসবুক পোস্টে লেখেন যে তিনি টিউশন শেষে বাড়ি ফেরার পথে রাজধানী বাসে ওঠেন। তিনি জাহাঙ্গীরনগর যাবেন জানালে বাসের হেলপার তাকে ভুল বুঝে জিরানি যাবে মনে করে। গাড়িতে ওঠার পর আবারও তিনি জাহাঙ্গীরনগর যাবেন জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তিনি চলন্ত বাস থেকে পড়ে যান এবং তার পায়ে মারাত্মক আঘাত লাগে। তিনি আরও জানান, এর আগেও তাকে একই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে 'ন্যাক্কারজনক' ও 'দুঃখজনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে এর আগেও এমন ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বুধবার বাসের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন