বাংলাদেশ, জাতীয়

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে জুলাই ২০২৫ ০৭:০৩:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ প্রথমবারের মতো এককভাবে 'জাতীয় সমাবেশ' শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে জামায়াত কখনো দলীয়ভাবে একক সমাবেশ করেনি। তবে বিভিন্ন দলের সঙ্গে বা জোটের ব্যানারে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। দলীয় সূত্রমতে, সারাদেশে থেকে কয়েক লাখ লোক এই সমাবেশে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৭ দফা দাবিতে এই 'জাতীয় সমাবেশ' আয়োজন করছে জামায়াতে ইসলামী। দাবিগুলো হলো:

 

সব গণহত্যার বিচার

 

প্রয়োজনীয় মৌলিক সংস্কার

 

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন

 

জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন

 

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন

 

প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা

 

জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা

 

সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের আমিরসহ শীর্ষ নেতারা ঢাকা মহানগরসহ দেশজুড়ে ব্যাপক গণসংযোগ, প্রস্তুতি সভা, মিছিল-সমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন। সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে হাজার হাজার বাস, কয়েকটি ট্রেন এবং লঞ্চ রিজার্ভ করা হয়েছে।

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সমাবেশে আগতদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখা হয়েছে। অজু ও খাওয়ার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে, যার মধ্যে ১৫টি মেডিকেল বুথে ৫০-৬০ হাজার পানির বোতল সরবরাহ করা হবে।

 

এছাড়াও, ৩৩টি এলইডি ডিসপ্লে, তিন শতাধিক মাইক, পর্যাপ্ত লাইটিং এবং গণমাধ্যমকর্মীদের বসার জায়গা স্থাপন করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ৮টি উপকমিটি গঠন করা হয়েছে এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

 

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, সড়কপথ, রেলপথ ও নৌপথে সমাবেশে যোগ দিতে গত রাত থেকেই অনেকে রওনা হয়েছেন। ঢাকার বাইরে থেকে আসা গাড়িগুলোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি স্থানে জামায়াত-শিবিরের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন। তিনি সমাবেশ সফল করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মহানগরীর জনসাধারণসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

 

সমাবেশের মূল মঞ্চে জামায়াতের জাতীয় নেতা, জুলাইয়ের শহিদ পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা উপস্থিত থাকবেন। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন