বাংলাদেশ, রাজনীতি

জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, কাল সার্জারি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৮:০৩:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামীকাল শনিবার (২রা আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই জটিল অস্ত্রোপচার পরিচালনা করবেন।

আজ শুক্রবার (১লা আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেন। 

 

তিনি জানান, গত ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকেরা পানিশূন্যতাজনিত সমস্যা বলে ধারণা করলেও বড় কোনো জটিলতা খুঁজে পাননি।

 

পরবর্তীতে, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গত ৩০শে জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং পরিবার ও দলের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন।

 

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদত, যেমন—সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে বিশেষভাবে দোয়া করি।

 

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন।

 

দলের পক্ষ থেকে জুমার নামাজের পর সারা দেশের প্রতিটি মসজিদে কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন