রাজনীতি, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের কর্মী সমাবেশ ঘিরে জামায়াত-বিএনপি সংঘর্ষ: আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে মহিলা জামায়াতের কর্মী সমাবেশকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপী চরশাহীর বটতলা এলাকায় একটি সাংগঠনিক বৈঠক ও প্রচারণায় অংশ নেন। এ সময় ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সমর্থকদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জামায়াত নেতা হিজবুল্লাহ সোহেল অভিযোগ করেন, মহিলা জামায়াতের শান্তিপূর্ণ কর্মী সমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

 

অন্যদিকে, বিএনপি নেতা সাইফুল জামান শরীফ দাবি করেন, টিসিবির পণ্য দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও টাকা নেওয়ার অভিযোগ জানাতে গেলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং এমনকি ছুরিকাঘাতের ঘটনাও ঘটিয়েছেন। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, চরশাহী ইউনিয়নের বোরহান উদ্দিনের বাড়ির সামনে ভোটার আইডি সংক্রান্ত বিষয় নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন