জামালপুর সদর উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ই আগস্ট) গভীর রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা এলাকায় একটি জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার (১৪ই আগস্ট) মধ্যরাতে দিগপাইতের হলিজাটা এলাকায় অভিযান চালায়। সেখানে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের শাহীনুর রহমান ওরফে শাহীন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জয়পুর গ্রামের জালাল উদ্দিন, টাঙ্গাইল জেলার আকুরটাকুরপাড়া এলাকার সুশান্ত পাল, একই জেলার মাকরকুল গ্রামের তোফাজ্জাল হোসেন, মির্জাপুর উপজেলার মির্জাপুর বাইপাস এলাকার মো: ছানোয়ার হোসেন, ঘাটাইল উপজেলার কাচলা গ্রামের মো: বেল্লাল হোসেন এবং মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামের সজীব মিয়া।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হবে।
ডিবিসি/জেআরওয়াই