জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র একদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬শে জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শাহ আলম চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকার শাহজামাল মণ্ডলের ছেলে। তিনি নব্যচর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরিবারের সদস্যরা জানান, রবিবার তার বিয়ের দিন ধার্য ছিল এবং এ উপলক্ষে গরু কেনাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।
দুর্ঘটনার দিন সকালে শাহ আলম নিজ ঘরের সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে যান। এ সময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছে। বিয়ের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পরিকল্পনা ছিল তার, যা আর বাস্তবে রূপ নিল না।
নিহতের ভাতিজা লাবন আহমেদ বলেন, "আজ আমার চাচার বিয়ে ছিল। নিজ ঘরের নষ্ট ফ্যানের লাইন ঠিক করতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।" শনিবার বিকালেই শাহ আলমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। যে বাড়িতে বিয়ের উৎসবের প্রস্তুতি চলছিল, সে বাড়ি এখন কান্নার রোলে ভারি হয়ে উঠেছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনাটি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এমএআর