বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুরে মায়ের হাতে মেয়ে শিশু খুন

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা জুলাই ২০২২ ১২:২১:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের হাতে মোহনা নামে এক মেয়ে শিশু খুনের ঘটনা ঘটেছে।

রবিবার উপজেলার ভাটারা ইউনিয়নের কাটুরিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সকালে বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, এতে মোহনার মৃত্যু না হলে হাতের কাছে থাকা শীল দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোহনার মৃত্যু হয়।

 

নিহত মোহনা (৭) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কাটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার কাটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী বেদেনা বেগম (২৮) প্রায় ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন থেকে বেদেনা বেগম পরিবারের লোকজনের সাথে নানা অস্বাভাবিক আচরণ শুরু করে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেদেনা বেগমকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন