বাংলাদেশ, রাজনীতি

জামায়াতসহ ১০ দলের বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ না নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে এই বৈঠক শুরু হয়, যেখানে নির্বাচনী কৌশল এবং জোটবদ্ধ অবস্থানের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিশেষ করে আসন সমঝোতার এই প্রক্রিয়া থেকে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত ছিটকে যাচ্ছে কি না, সেই আলোচনা এখন তুঙ্গে। আজকের বৈঠকে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ উপস্থিত আছেন। এছাড়াও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইউসুফ সাদিক হক্কানী এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য জোট নেতারা এই রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিচ্ছেন।

 

বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা বৈঠকের খবরটি বেশ দেরিতে অর্থাৎ সকাল ১০টার দিকে জানতে পেরেছেন। হুট করে খবর পাওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে সভায় যোগ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে তিনি স্পষ্ট করেছেন, জামায়াতের সঙ্গে তাদের আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি এবং আলাদা হয়ে যাওয়ার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও তারা নেননি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের মধ্যে আলাপ-আলোচনা এখনো চলমান রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন