রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যের মাঝেই তিনি দুইবার মঞ্চে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তিনি বসেই তার বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯শে জুলাই) এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামীর আমিরের অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবীর খান জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিব জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাবেন।
শনিবার বিকেলে সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মঞ্চের ওপর পড়ে যান। মঞ্চে উপস্থিত দলের অন্যান্য নেতারা দ্রুত তাকে ধরে তোলেন। সামান্য সুস্থ বোধ করার পর তিনি পুনরায় বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর আবারও পড়ে যান। পরে তিনি মঞ্চে বসেই নেতাকর্মীদের উদ্দেশে তার বক্তব্য তুলে ধরেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের রক্তচাপ ও শর্করার মাত্রা ঠিক আছে। গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ডিবিসি/কেএলডি