রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। তার হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে এই বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৯শে জুলাই একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেন। তারই ফলোআপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা তাকে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে আমির ডা. শফিকুর রহমানের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ