বাংলাদেশ, রাজনীতি

জামায়াত আমীরের সাথে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা। সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

 

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তাঁরা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

 

জামায়াত আমীরের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন