রাজনীতি

জামায়াত থেকে সাবেক সচিব সোলায়মান চৌধুরীর পদত্যাগ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৩:৪০:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলাম থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী।

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব এ. এফ. এম সোলায়মান চৌধুরী। আজ মঙ্গলবার (১০ই ডিসেম্বর) জামায়াতের আমির শফিকুর রহমান বরাবর পদত্যাগ পাঠান সোলায়মান চৌধুরী।

তবে, পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করে সোলায়মান চৌধুরী লিখেছেন, ‘আজ বেলা ১টা ৫০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদ থেকে ইস্তফা প্রদান করলাম এবং সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম।‘

সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। এছাড়া, জামায়াতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সংগঠন পেশাজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন। সোলায়মান চৌধুরী সচিব পদ থেকে অবসর নেয়ার পর জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন।

তবে, জানা গেছে জামায়াতে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নেতাকর্মীদের সংগঠন 'জন আকাঙ্ক্ষা বাংলাদেশ' এর সঙ্গে যুক্ত হয়েছেন সোলায়মান চৌধুরী। এমনকি গেল শনিবার চট্টগ্রামে 'জন আকাঙ্ক্ষা'র এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামী ছেড়ে 'জন আকাঙ্ক্ষা'র সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দলটির নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন