বাংলাদেশ, রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন জোটের ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার মাধ্যমে ২৫৩টি আসনে নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত এই তালিকায় সিংহভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ১০ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

২৫৩টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯টি আসন, এনসিপি: ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস: ২০টি আসন, খেলাফত মজলিস: ১০টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৭টি আসন, এবি পার্টি: ৩টি আসন, বিডিপি: ২টি আসন, নেজামে ইসলাম পার্টি: ২টি আসন পেয়েছে।

 

প্রার্থী তালিকা ঘোষণার সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু আসনে এখনো সামান্য জটিলতা বা ঝামেলা রয়েছে। তবে মনোনয়ন প্রত্যাহারের পর এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।

 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা কেবল নির্দিষ্ট কোনো দলের নন; তারা ১১ দলীয় জোট এবং সর্বোপরি দেশবাসীর ক্যান্ডিডেট। উল্লেখ্য, ১০ দলের আসন ঘোষণা হলেও বক্তব্যে তিনি ১১ দলের কথা উল্লেখ করেন।

 

এ সংবাদ সম্মেলনে ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুর কাদের, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জোটের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন