বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ঢাকায় আসতে পারে।
এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ ও চলাচলের প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদনটি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে, আগামী বুধবার (১০ই ডিসেম্বর) খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হতে পারে।
উল্লেখ্য, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে স্থানান্তরের জন্য শুরুতে কাতার সরকারের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে সেটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায়, কাতার সরকারের উদ্যোগেই বিকল্প ব্যবস্থা হিসেবে জার্মানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হচ্ছে।
ডিবিসি/আরএসএল