বাংলাদেশ, রাজধানী

জাল সনদে বিসিএস ক্যাডার, তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) জালিয়াতির মাধ্যমে ভুয়া ‘অবতীর্ণ’ সনদ দাখিল করে বিসিএস ক্যাডারে চাকরি গ্রহণ করার গুরুতর অভিযোগে তিনজন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে দুইজন বিসিএস প্রশাসন ক্যাডারের এবং একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন তথ্য তুলে ধরেন। তিনি জানান, যথাযথ যাচাই-বাছাই শেষে এই জালিয়াতির প্রমাণ পাওয়ার পরই কমিশন আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

 

দুদকের তথ্যানুসারে, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া অবতীর্ণ সনদ প্রস্তুত করেন এবং তা পিএসসিতে জমা দিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি বাগিয়ে নেন। পরবর্তীতে তার সনদটি যাচাই করা হলে দেখা যায়, তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি সম্পূর্ণ জাল।

 

একই কায়দায় প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার বিরুদ্ধেও। তারা হলেন ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা এবং একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাস। অভিযোগ সূত্রে জানা যায়, তারা উভয়েই অসদুপায়ে ভুয়া অবতীর্ণ সনদ তৈরি করে পিএসসিতে জমা দিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরবর্তীতে তদন্ত ও সনদ যাচাইয়ের প্রক্রিয়ায় তাদের সনদগুলোও জাল বলে প্রমাণিত হয়।

 

এই নজিরবিহীন জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ এনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন