জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। শুক্রবার (১৮ই এপ্রিল) বিকেলে অনুশীলন করবে সফরকারী জিম্বাবুয়ে।
আগামী রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সরেজমিনে দেখা যায়, টেস্ট সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে সিলেটে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অপরদিকে সিলেটে পা রেখে জিম্বাবুয়েও চেষ্টা করছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। যদিও বৈরি আবহাওয়ায় প্রথম দিন পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি দলটি।
শুক্রবার (১৮ই এপ্রিল) বৃষ্টির কারণে টাইগারদের অনুশীলনও দেরিতে শেষ হয়। নেটে ব্যাটিং আর বোলিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং সেশনে লম্বা সময় দিয়েছে টাইগাররা। নতুন ফিল্ডিং কোচ প্যামেন্টও অনুশীলনে যোগ করেন নতুনত্ব। ফিল্ডিং, লং থ্রো, সাথে হাই ক্যাচ নিয়ে কাজ করেছেন মুমিনুল, তানজিম সাকিবরা।
ডিবিসি/কেএলডি