বাংলাদেশ, জেলার সংবাদ

জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের জিরাে লাইন পরিদর্শন করেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানাে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট শুন্য লাইন বরাবর চ্যাংখালী নামক স্থানে ৫৮ বিজিবি এবং প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং পায়ে হেঁটে জিরো লাইন পরিদর্শন করা হয়।

 

বৈঠকে বিজিবি'র পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন।

 

বৈঠকে বিজিবি-বিএসএফ সৌভাগ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

 

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪ থেকে ৬৪/৩-এসসহ ১৮টি পিলার পরিদর্শন এবং পিলের মধ্যবর্তী আড়াই কি. মি. রাস্তা জিরো লাইন ধরে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন