চলতি বছরে দেশের ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে গত জুলাই মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
এই অবস্থাকে বিশেষজ্ঞরা 'জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি' হিসেবে আখ্যায়িত করে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।
চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসে ডেঙ্গু সংক্রমণ ক্রমাগত বাড়ছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাড়ে দশ হাজার মানুষ, যা জুন মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। জুলাই মাসে মৃত্যুর সংখ্যাও চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ।
কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানিয়েছেন, রাজধানীতে মশা নিধন কার্যক্রম ভালোভাবে চললেও ঢাকার বাইরের পরিস্থিতি ততটা সন্তোষজনক নয়।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন মনে করেন, এই পরিস্থিতিতে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি এর বিকেন্দ্রীকরণ প্রয়োজন। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা আরও বাড়ানোর ওপর জোর দেন।
ডিবিসি/ এইচএপি