আন্তর্জাতিক, এশিয়া

জুলাইয়ের গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২রা আগস্ট ২০২৫ ০১:৫৬:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দেশটি এই বছর ইতিহাসে তার উষ্ণতম জুলাই মাস পার করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে, এবং জাপানও এর ব্যতিক্রম নয়।

জাপানের আবহাওয়া সংস্থা শুক্রবার (১লা জুলাই) জানিয়েছে, ১৮৯৮ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এযাবৎকালের মধ্যে সবচেয়ে উষ্ণ জুলাই মাস ছিল এ বছর। সংস্থাটি আগামী মাসে আরও "তীব্র গরমের" সতর্কতা জারি করেছে।

 

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, এই বছরের জুলাই মাসের গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড় তাপমাত্রার চেয়ে রেকর্ড ২.৮৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি টানা তৃতীয় বছর, যখন জুলাই মাসে গড় তাপমাত্রার রেকর্ড ভাঙল।

 

গত ৩০শে জুলাই, জাপান তার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হিয়োগো অঞ্চলে তাপমাত্রা অসহনীয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

 

আবহাওয়া সংস্থা জানিয়েছে, "আগামী মাসেও দেশজুড়ে তীব্র গরম অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।"

 

সংস্থাটি আরও যোগ করেছে যে, জুলাই মাসে জাপানের বিস্তৃত এলাকায় বৃষ্টিপাত কম হয়েছে, বিশেষ করে জাপান সাগর তীরবর্তী উত্তরাঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, জাপানের পশ্চিমাঞ্চলে বর্ষা মৌসুম স্বাভাবিকের চেয়ে প্রায় তিন সপ্তাহ আগে শেষ হয়ে গেছে, যা আরেকটি নতুন রেকর্ড।

 

তথ্যসূত্র ইয়াহু.কম

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন