বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সংবিধানের চতুর্থ তফসিলে এই অভ্যুত্থানের বর্ণনা অন্তর্ভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো শাসকগোষ্ঠী এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এর পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারকেও সাংবিধানিক বৈধতা দেওয়ার কথা উল্লেখ করেন।
আজ মঙ্গলবার (১৫ই জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বলেন, বিএনপি পাঁচ মাস আগেই জুলাই ঘোষণাপত্র বিষয়ে নিজেদের মতামত জমা দিয়েছে। পরবর্তীতে এটি পর্যালোচনা করে আবারও চূড়ান্ত মতামত প্রদান করা হয়েছে। তাই এই ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, কাজের ধীরগতির কারণে আগামী ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই এটি সম্পন্ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যে কোনো মূল্যে অটুট রাখতে হবে। এই ঐক্যই বর্তমানে জাতির একমাত্র শক্তি। তবে কোনো কোনো মহল এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আজকের এই দিনেও অতীতের স্বৈরশাসনের নির্যাতন ও জুলুমের কথা ভুলে গেলে চলবে না।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। হাজার হাজার মানুষের বিচার শুরু হলে জাতি প্রতিহিংসা ও বিভাজনের দিকে ধাবিত হবে। তাই কাদের বিচার হবে, তা সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
ডিবিসি/এএমটি