বাংলাদেশ, জেলার সংবাদ

জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশ করা সেই তরুণী গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে অক্টোবর ২০২৫ ০৮:২২:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাঁকনহাট পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

 

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ান। সেখানে তিনি জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে একটি কটূক্তিমূলক বক্তব্য ভিডিও করেন। এসময় তাকে শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা যায়।

 

পরবর্তী সময়ে সেই ভিডিওটি ফাইজা তার ফেসবুক আইডিতে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

 

তদন্তকারী কর্মকর্তারা জানান, ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে দেখা গেছে, তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন। পাশাপাশি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

এ ঘটনায় গত ২৫শে অক্টোবর তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। ডিবি পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও শেখ মিফতা ফাইজা কৌশল অবলম্বন করে পালিয়ে যান।

 

অবশেষে, ২৭শে অক্টোবর (সোমবার) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিজেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮শে অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন