আগামী ৫ই আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত না হলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে একত্রিত করে নিজেরাই ঘোষণাপত্র দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০শে জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২২তম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ দ্রুতই সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের বিরতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানান। একইসাথে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ৫ই আগস্টের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের জন্য আল্টিমেটাম দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদকে একটি ‘সামাজিক এগ্রিমেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, এর খসড়ার সঙ্গে বিএনপি একমত। তবে এর জন্য কোনো আইনি কাঠামোর প্রয়োজন আছে কি না, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশনের মোট ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। তারপরও কি বলা হবে সংস্কারে বিএনপির অসহযোগিতা?
বুধবারের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি এবং সংসদে নারী প্রতিনিধিত্বসহ আরও কয়েকটি বিষয় এজেন্ডাভুক্ত ছিল। এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল জুলাই সনদের একটি গ্রহণযোগ্য খসড়া সব রাজনৈতিক দলের কাছে তুলে দেবে বলে জানা গেছে।
ডিবিসি/ এএমটি