গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে। বিকেল ৫টায় এখানে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
সকাল ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয়। পুরান ঢাকা থেকে সাভার বহু মানুষ এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে অনুষ্ঠানে এসেছেন।
এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হবে।
ডিবিসি/এমইউএ