মাসব্যাপী পদযাত্রা শেষে দেশের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই কর্মসূচিকে তিনি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিরূপ হিসেবে আখ্যা দিয়েছেন।
বুধবার (৩০শে জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ফিরে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, "পহেলা জুলাই থেকে ত্রিশ জুলাই একমাস পথে প্রান্তরে মানুষের কাছে ছিলাম। মানুষের কাছে অভূতপূর্ব সমর্থন পেয়েছি। মানুষের জনস্রোত নেমেছিল।" তিনি জানান, আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং এর মধ্যে 'জুলাই সনদ' বাস্তবায়ন হতে হবে।
কর্মসূচি সফল করার জন্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, সার্জিস আলমসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পহেলা জুলাই রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়েছিল। ৩ আগস্টের সমাপনী সমাবেশে সারাদেশের মানুষকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান তিনি।
গোপালগঞ্জ ও মাইলস্টোনের ঘটনার কারণে কয়েকটি জেলায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ৫ই আগস্টের পর বাকি জেলাগুলোতে কর্মসূচি সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, "নাগরিক পার্টির যে উত্থান তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিরূপ। এই পদযাত্রা থেকে জাতীয় সংসদে গিয়ে নাগরিক পার্টির লক্ষ্য বাস্তবায়ন করা হবে।"
আখতার হোসেনসহ সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সাথে যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে তা অটুট থাকবে।
ডিবিসি/আরএসএল