বাংলাদেশ, রাজনীতি

জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীতে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত 'জুলাই যোদ্ধা'দের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।


এতে তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ তৈরি করা হবে, যার কাজ হবে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সার্বিক দেখভাল করা।


তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, আর ২০২৪-এর যোদ্ধারা সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন।


তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়। এটি ছিল দল-মত ও ধর্ম-নির্বিশেষে অধিকারহারা গণতন্ত্রকামী সাধারণ মানুষের এক বিশাল গণআন্দোলন। তাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিস্ট চক্র দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় জুলাই পরিবারের সদস্যরা এবং আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

এসময় তারেক রহমান সরাসরি তাদের কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আলাপ করে তাদের ত্যাগের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানান।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন