বাংলাদেশ, জাতীয়

জুলাই সনদের খসড়া প্রকাশ, পেয়েছে সব রাজনৈতিক দল

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৯:৫১:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় ঐকমত্য কমিশন বহুল আলোচিত 'জুলাই জাতীয় সনদের' খসড়া প্রকাশ করেছে। এতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি প্রদানসহ মোট ৭টি অঙ্গীকার করা হয়েছে। ইতোমধ্যে এই খসড়া সনদটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।

সোমবার (২৮শে জুলাই) কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এই সনদ তৈরি করেছে। খসড়ায় বলা হয়েছে, সফল ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।
 

সনদের খসড়া অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়, সনদ গৃহীত হওয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন বিষয়ে সংস্কার সম্পন্ন করা হবে এবং তা টেকসই করতে পদক্ষেপ নেওয়া হবে।
 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ জানিয়েছেন, প্রস্তাব বা সুপারিশগুলো পরবর্তী দুই বছর মেয়াদের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে ঐকমত্যের ভিত্তিতে কাজ করা হবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন