বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

জুলাই সনদ নিয়ে মতামত জমা দেয়ার সময় বাড়ল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২০শে আগস্ট ২০২৫ ০৯:৪১:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই সনদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার সময় বাড়িয়েছে ঐকমত্য কমিশন। আগামী শুক্রবার (২২শে আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দিতে পারবে দলগুলো।

আজ বুধবার (২০শে আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঐকমত্য কমিশন। তাতে বলা হয়, জুলাই সনদের মতামত জমাদানের সময় ২২শে আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এদিকে, আজ বুধবার জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মূলত সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দু'পর্বের ধারাবাহিক আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। সনদে বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা উল্লেখ থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট বর্ণনা উল্লেখ নেই।

 

উল্লেখ্য, ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়ানো হয়েছে। সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসেই আবারও বৈঠক করার কথা রয়েছে।

 

ঐকমত্য কমিশন বলছে, সনদে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কোনো কোনো দল একমত হননি। সেসব বিষয়ে দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছেন। ওই সব বিষয়ও ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে জুলাই সনদের খসড়ায়।

 

গত ১৬ই আগস্ট মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

 

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

 

জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরুপে বাস্তবায়ন করবে, তা বলা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন