জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় এই প্রথমবারের মতো কোনো আসামির জামিন মঞ্জুর করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রবিবার এই আদেশ প্রদান করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতের আদেশে জামিন পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান যে তাঁদের মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত এবং এই একই রোগে ইতিপূর্বে তাঁর দুই ভাই মৃত্যুবরণ করেছেন। আসামির গুরুতর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন।
শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, আসামির গুরুতর অসুস্থতার স্বপক্ষে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যার ফলে মানবিক কারণে এই জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন। তবে তিনি নিশ্চিত করতে বলেন যেন এই আসামি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। এরপর ট্রাইব্যুনাল বেশ কিছু কঠোর শর্তসাপেক্ষে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন।
আদালতের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, আসামিকে তাঁর বসবাসের সুনির্দিষ্ট ঠিকানা জমা দিতে হবে এবং তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে তিনি বাসা পরিবর্তন করতে পারবেন না। এছাড়া তিনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার বক্তব্য দিতে পারবেন না এবং মামলার সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করার কোনো চেষ্টা করতে পারবেন না। ট্রাইব্যুনাল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শর্তের ব্যত্যয় ঘটলে তদন্ত কর্মকর্তা তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করবেন এবং ভবিষ্যতে আর কখনোই তাঁকে জামিন দেওয়া হবে না।
ডিবিসি/এফএইচআর