সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাশেম ঢালীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ।
ইব্রাহিম মিদার সভাপতিত্বে এবং নুর আলম বেপারী ও এরশাদ প্রদানিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোলেমান বেপারী।
বিশেষ অতিথি হিসেবে মকবুল দেওয়ান, জাকির সরকার, শাহআলম মোল্লা, মানিক ডালী এবং শাকিল আহমেদ রাজসহ বৃহত্তর শরীয়তপুর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 'সবার আগে বাংলাদেশ' শ্লোগানে দেশ গড়ার অঙ্গীকার নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
ডিবিসি/এমইউএ