আন্তর্জাতিক

জেনিনে আত্মসমর্পণের চেষ্টার পরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আত্মসমর্পণের চেষ্টা করার সময় দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে এই তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে ‘মর্মান্তিক অপরাধ’ এবং ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ রামাল্লা জানান, বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) জেনিনে উপস্থিত সাংবাদিকদের তথ্য মতে, ওই দুই ব্যক্তি তাদের শার্ট তুলে ধরে দেখিয়েছিলেন যে তারা নিরস্ত্র। এরপর সেনারা তাদের সেই ভবনে ফিরে যেতে নির্দেশ দেয় যেখানে তারা অবস্থান করছিলেন। নূর ওদেহ বলেন, "এরপরই তাদের গুলি করে হত্যা করা হয়। এটি ছিল রীতিমতো মৃত্যুদণ্ড কার্যকর করার মতো ঘটনা।"

 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন ২৬ বছর বয়সী আল-মুনতাসির বিল্লাহ আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা।

 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সৈন্যরা জেনিন এলাকায় "সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে যুক্ত" ওয়ান্টেড ব্যক্তিদের পিছু নিয়েছিল এবং কয়েক ঘণ্টা ধরে একটি "আত্মসমর্পণ প্রক্রিয়া" পরিচালনা করেছিল। বিবৃতিতে দাবি করা হয়, ওই ব্যক্তিরা ভবন থেকে বের হওয়ার পর "সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয়"। ঘটনাটি মাঠ পর্যায়ের কমান্ডাররা পর্যালোচনা করছেন এবং এটি সংশ্লিষ্ট পেশাদার সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।

 

তবে সাংবাদিক ওদেহ উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় ইসরায়েলি তদন্ত শেষ পর্যন্ত কোনো অভিযোগ গঠন বা ফৌজদারি তদন্তে গড়ায় না।

 

এই হত্যাকাণ্ডকে "জঘন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড" এবং "ইচ্ছাকৃত ইসরায়েলি যুদ্ধাপরাধ" হিসেবে অভিহিত করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে "ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার" আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও অপরাধ রোধে এবং ফিলিস্তিনি জনগণের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে জরুরি আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

 

প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান মোস্তফা বারঘৌতিও জেনিনের এই ঘটনাকে "মর্মান্তিক অপরাধ" বলে তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, "ক্যামেরার সামনে জেনিনে আত্মসমর্পণের পর গ্রেফতারকৃত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি যুদ্ধাপরাধ নিয়ে কেউ কীভাবে চুপ থাকতে পারে?"

 

অন্যদিকে, ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এই হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ইসরায়েলি বাহিনী "তাদের কাছে যা প্রত্যাশা করা হয়েছিল ঠিক তাই করেছে-সন্ত্রাসীদের মরতেই হবে!"

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন