বাংলাদেশ, জেলার সংবাদ, ক্রিকেট

জেলাভিত্তিক ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে: আসিফ আকবর

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে প্রতিটি জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান শিল্পী আসিফ আকবর।

আজ বুধবার (১৯শে নভেম্বর) পঞ্চগড়ে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলার ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটারদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

আসিফ আকবর বলেন, শিগগিরই প্রতি জেলায় ক্রিকেট লীগ শুরু হবে। ক্রীড়া অধিদফতর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয় সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে আলাদা পরিকল্পনা করছি।

 

তিনি বলেন,  আমরা সম্প্রতি মাদরাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত- এই তিন দেশে কিন্তু মাদরাসা থেকেও ক্রিকেটাররা জাতীয় দলে এসেছে। সুতরাং আমারা প্রতিটা বাচ্চাকে মূলধারায় নিয়ে আসবো।

 

তিনি আরও বলেন, এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লাখ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই । তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে। আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা। যে কোন মুল্যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই। মেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা। তাদের জন্য যে কোন ফ্যাাজিলিটিজ ব্লাংক চেক ।

 

জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারী আবুল হাসেমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারী আরমানুল ইসলাম, বিসিবির  আম্পায়ার সাকির। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন