রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (২১শে নভেম্বর) হোয়াইট হাউসে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাম্প।
ট্রাম্প মন্তব্য করেন যে, জেলেনস্কিকে এই শান্তি প্রস্তাব পছন্দ করতেই হবে। তিনি সতর্ক করে বলেন, জেলেনস্কি যদি এই প্রস্তাব গ্রহণ না করেন, তবে তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না।
অন্যদিকে, কিয়েভে নিজ কার্যালয়ের সামনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, যে পরিকল্পনায় ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা নিয়ে কোনো আপস করা হবে না, কেবল তা নিয়েই তিনি লড়াই চালিয়ে যাবেন।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, কিয়েভ যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে ইউক্রেনে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ডিবিসি/এএমটি