আগামী জাতীয় নির্বাচনে জোটের শরিক দলগুলোকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে চায় বিএনপি। এই লক্ষ্যে হাইকোর্টে চলমান জোটের প্রতীক সংক্রান্ত মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাল বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে হাইকোর্টে এই আবেদন করা হবে বলে ডিবিসি নিউজকে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি জানান, নির্বাচনে জোটবদ্ধ হলেও শরিকদের নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত এমন বিধান চ্যালেঞ্জ করে গত পহেলা ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট।
অন্তর্বর্তী সরকার গত ৩রা নভেম্বর আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে নতুন এই বিধান যুক্ত করেছিল। তবে সংবিধানের ২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হওয়ায় এই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। উল্লেখ্য, পূর্বে জোটবদ্ধ নির্বাচনে শরিক দলগুলো প্রধান দলের প্রতীকে অংশ নেয়ার সুযোগ পেত।
ডিবিসি/এএমটি