আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জোটে যারা একমত হতে পারবে, তাদের সঙ্গে নিয়েই নির্বাচনি প্রচারণা চালানো হবে।
এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার পেছনে এনসিপির কোনো হাত নেই। তবে তাদের বেরিয়ে যাওয়ার ফলে এনসিপির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আভাস দেন।
জোটের ভাঙন বা মতবিরোধ সত্ত্বেও সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ডিবিসি/আরএসএল