ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও, তাদের নিজ নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে। এ সংক্রান্ত জারি করা রুলের নিষ্পত্তি করে হাইকোর্ট এমন রায় দিয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রায় প্রদান করেন।
অন্তর্বর্তী সরকার গত ৩রা নভেম্বর আরপিও সংশোধন করে এই নতুন বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করেছিল। এর আগে জোটভুক্ত দলগুলো শরিক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ পেত।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মোমিনুল আমিন ওই অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে সরকারের সিদ্ধান্তই বহাল রাখে।
ডিবিসি/এএমটি