দীর্ঘদিন পর নতুন রূপে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ডি সিলভা জুনিয়র।
চুলের স্টাইলে পরিবর্তন আনার পাশাপাশি তার পায়ে ফিরল পুরোনো জাদু। মঙ্গলবার (৫ই আগস্ট) সকালে ব্রাজিলিয়ান লিগে জুভেন্টুডের বিপক্ষে জোড়া গোল করে নিজের দল সান্তোসকে ৩-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি।
আল হিলাল থেকে সম্প্রতি সান্তোসে ফেরা নেইমার আবারও তার পায়ের কারিশমা দিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন। খেলার পাশাপাশি তার চুলের স্টাইলও বরাবরই আলোচনার বিষয়। এই ম্যাচেও নতুন চুলের সাজে তাকে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
জুভেন্টুডের বিপক্ষে ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত সহজ জয় পায় সান্তোস। খেলার ৩৭তম মিনিটে নেইমার প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এর তিন মিনিট পর আলভারো ব্যারিয়াল আরেকটি গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। যদিও প্রথমার্ধেই জুভেন্টুড একটি গোল শোধ করে।
তবে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার, যা সান্তোসের জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। বর্তমানে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে দলটি।
ডিবিসি/এমইউএ