বাংলাদেশ, রাজনীতি

জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে আগস্ট ২০২৫ ১০:০৮:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হামলার পর নুরুল হক নুরের জ্ঞান ছিল না, তবে শনিবার সকালে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয় যে তার কিছুটা জ্ঞান ফিরেছে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রাজধানীর কাকরাইলে হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, 'নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।'

 

স্ট্যাটাসের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, তার নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

 

এর আগে, শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন।

 

শুক্রবার (৩০শে আগস্ট) রাত প্রায় সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুর গুরুতর আহত হন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি রক্তাক্ত অবস্থায় আছেন এবং তার নাক ফেটে গেছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন