বাংলাদেশ, জাতীয়, রাজধানী

জ্বরসহ নানা উপসর্গ নিয়ে ভিড় বাড়ছে হাসপাতালে

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারা দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জ্বর, সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে রাজধানীসহ দেশের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তবে আশঙ্কার বিষয় হলো, হাসপাতালে আসা বেশিরভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে চরম উদাসীনতা ও সচেতনতার অভাব দেখা যাচ্ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, কিটের স্বল্পতার কারণে বর্তমানে দেশের অল্প কয়েকটি হাসপাতালে করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে, যার ফলে সংক্রমিত মানুষের একটি বিশাল অংশ পরীক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ এবং ডা. মুশতাক হোসেন মনে করেন, অবিলম্বে রাজধানীর বাইরের বিভাগীয় শহরগুলোতে করোনা শনাক্তকরণের সুবিধা ও প্রস্তুতি বাড়ানো অত্যন্ত জরুরি। একই সাথে, সাধারণ মানুষের মধ্যে টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক প্রচার চালিয়ে তাদের টিকা গ্রহণে উৎসাহিত করার ওপরও জোর দিয়েছেন।

 

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন