বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র কাফি

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পরিবার ও স্বজনরা। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সন্ধান মিলছে না। বিষয়টি নিয়ে জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে তারা।

স্কুলছাত্র কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

 

পরিবার ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ই এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল স্কুলছাত্র কাফি খন্দকার। খেলাশেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশা, কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কিভাবে সে নিখোঁজ হলো তার নেই কোনো হদিস। দ্রুত কাফিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসীরা।

 

ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন বলেন, শিশু কাফি নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করা হয়েছে। তারপরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। থানায় জিডি করা হয়েছে। পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।

 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। সবাই চেষ্টা করছে।

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন