বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ

জয়পুরহাটে শিশু বলাৎকারে অভিযুক্ত আটক

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই ডিসেম্বর ২০২০ ০৬:২৩:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের ক্ষেতলালের সাড়ে চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে বিকাশ চন্দ্র (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ( ৯ ডিসেম্বর) রাতে গ্রামবাসী বিকাশ চন্দ্রকে আটক করে পুলিশে দেয়। আটক বিকাশ চন্দ্র ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের  বুটুল কুমারের ছেলে।

বলাৎকারের শিকার হওয়া শিশুটির মা জানান, 'বুধবার বাড়ি থেকে বের হয়ে দুপুরের পরও শিশুটি ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করে। বিকেলের দিকে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে তার মাকে জানান, বিকাশ চন্দ্র ফুসলিয়ে পুকুর পাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করে।' এরপর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোয়েব আরেফিন জানান, ভুক্তভোগী শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরেন্দ্রনাথ মন্ডল বলাৎকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা অভিযুক্ত বিকাশ চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। আজ গ্রেপ্তারকৃত আসামি বিকাশকে আদালতে হাজির করা হবে।'

আরও পড়ুন