টানা দ্বিতীয়বারের মতো জয়পুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।
পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। মোস্তাক নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী অধ্যক্ষ শামছুল হক ধানের শীষ মার্কায় পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম বেদিন তিনি পেয়েছেন ৫৫৮ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫২৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডাঃ মুহাম্মদ জহুরুল হক পেয়েছেন ৪১২ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, জয়পুরহাট পৌরসভায় এই প্রথম ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) পদ্ধিতে।
উল্লেখ্য, জয়পুরহাট পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৫২ হাজার ৪ শত ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ১৭ জন, নারী ভোটার ২৬ হাজার ৮ শত ৫৬ জন। এখানে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।