বাংলাদেশ, জেলার সংবাদ

ঝালকাঠিতে নিম্মচাপের প্রভাবে নিন্মাঞ্চল প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের সম্মিলিত প্রভাবে ঝালকাঠির প্রধান নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত দুই ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই পানি বৃদ্ধি শনিবার সকালেও অব্যাহত থাকায় নদী তীরবর্তী প্রায় দুই লাখ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

বৈরি আবহাওয়া শুক্রবার রাত থেকেই চলছে, এবং শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একটানা পানি বৃদ্ধির ফলে জেলার নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক স্থানে সড়ক ও নদীর পানি একাকার হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার নদী তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম। এসব গ্রামের অসংখ্য ঘরবাড়ি, ফসলের মাঠ ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে নদী ভাঙনের আশঙ্কাও করছেন স্থানীয়রা।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন