বাংলাদেশ, জেলার সংবাদ

ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রাসোনোগ্রাম বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় দুই মাস ধরে নষ্ট হয়ে আছে ঝালকাঠি সদর হাসপাতালের আলট্রাসোনোগ্রাম মেশিন। হাসপাতালে দুটি অত্যাধুনিক মেশিন থাকা সত্ত্বেও সেগুলো বিকল থাকায় দুই বছর যাবৎ সেবা বন্ধ রয়েছে।

এই কারণে রোগীদের হাসপাতালের ১০০ থেকে ২০০ টাকার পরিবর্তে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ করে প্রায় ১০ গুণ বেশি টাকা দিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে এই টেস্ট করাতে হচ্ছে, যা রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

 

অভিযোগ উঠেছে, ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর যোগসাজসের কারণেই কদিন পরপরই বিভিন্ন মেশিনে জটিলতা দেখা দেয়। এছাড়াও হাসপাতালে দালালদের উৎপাত রয়েছে। হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা এই দুর্ভোগের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

তবে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগিরই নতুন আলট্রাসোনোগ্রাম মেশিন চালুর আশ্বাস দিয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেকার এই আশ্বাস দেন।

 

স্থানীয়রা সদর হাসপাতালটির আলট্রাসোনোগ্রাম মেশিন দ্রুত চালু করে রোগীদের ভোগান্তি কমানোর দাবি জানিয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন