ঝিনাইদহের কালীগঞ্জে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চারজনকে আটক করেছে জিআরপি পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃত চারজনের বাড়ি কালীগঞ্জ শহরে এবং তাদের বয়স আনুমানিক ১৬ বছর। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাজাহান শেখ জানান, বিকালে চিলাহাটি থেকে খুলনাগামী ডাউন আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ও খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হচ্ছিল। সেসময় দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন যুবক রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে একাধিক পাথর নিক্ষেপ করে। এসময় ট্রেনের লোকমাস্টার (চালক) নেমে এসে তাদের থামানোর চেষ্টা করলে ওই যুবকরা উত্তেজিত হয়ে তাকে মারতে উদ্যত হয়।
তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা জিআরপি পুলিশ (রেলওয়ে পুলিশ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে ওই ৪ যুবককে আটক করে। পরে তাদের খুলনায় নিয়ে যাওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের বা অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/আরএসএল