ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর শহরের পবহাটি এলাকার একটি বাড়ি থেকে সাইমা আক্তার সাবা (৩.৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩রা ডিসেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশীর ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮ টার দিকে খেলা করা অবস্থায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
এরপর রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা সন্দেহ করে। সে সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে শান্তনা ঘরে ঢুকে যায়। তখন এলাকার মানুষও তার ঘরে ঢুকে খাটের নিচে শিশু সাইমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মনোজ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ হোসেনে স্ত্রী শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।
ডিবিসি/ এইচএপি