বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভির হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী ও নিহতের বন্ধু আকাশ হোসেন। নিহত তানভির শহরের কালিকাপুর এলাকার বাসার বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন তানভির। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) সাথে ধাক্কা খায়। এতে তারা সজোরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তানভির হাসানের মৃত্যু হয়। এ সময় তার বন্ধু আকাশ গুরুতর আহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আকাশকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন এবং নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা বাসার বিশ্বাস। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিল, ও ফিরল লাশ হয়ে। আমার বুক খালি হয়ে গেল।”

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন